logo


স্বাগতম লাকসাম পৌরসভা

ডাকাতিয়া নদী বিধৌত পীর মাশায়েখ গাজী সাহেব ও সাধক পুরুষ ঘোষাইয়ের পূন্যভূমি ইতিহাস খ্যাত নারী শিক্ষার অগ্রদূত নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী স্মৃতি বিজড়িত লক্ষ লোকের আবাসস্থল লাকসাম উপজেলা। দীর্ঘদিন থেকে দেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর হিসাবে প্রতিষ্ঠা লাভ করছে। দেশের বৃহত্তর রেলওয়ে জংশন এখানে অবস্থিত। একসময় জনমনে প্রবাদ ছিল ‘কত লাকসাম কত বাতি’ কালের বিবর্তনে ১৯৮৪ইং সালে লাকসাম পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে ০৯টি ওয়ার্ডে ১৯.৪২কিঃমিঃ এলাকায় নিয়ে ইহা বৃহত্তম কুমিল্লা জেলার একটি প্রথম শ্রেণীর পৌরসভা। এখানে প্রায় লক্ষাধিক নাগরিকের বসবাস। এখানে অনেক ফ্লাওয়ার মিল, তৈলের মিল, সিগারেট ফ্যাক্টরীসহ বিভিন্ন ধরনের ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠান বিদ্যমান।

লাকসাম পৌরসভা নগর উন্নয়নে সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ১৯৮৪ইং সালে পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর হতেই পৌরবাসীর নাগরিক সেবা প্রদানে শিক্ষা, স্বাস্থ্যসহ অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে নিরলস প্রচেষ্ঠারত।

 

উন্নয়ন ও প্রকৌশল

লাইসেন্স

হোল্ডিং ট্যাক্স

পানি ও পয়ঃনিষ্কাশন